চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায় জাল টাকা নিয়ে গাঁজা কিনতে গিয়ে রুমান হোসেন (২০) নামে এক যুবক আটক হয়েছেন।
এ সময় তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয়েছে ৯টি এক হাজার টাকার জাল নোট।
বুধবার রাতে সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামে গাঁজা কিনতে গিয়ে আটক হন রুমান। রুমান হোসেন সদর উপজেলার ডিঙ্গেদহ হাটখোলাপাড়ার সেলিম হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসব বিষয় নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, বুধবার রাতে হানুরবাড়াদী গ্রামে আসেন রুমান। গতিবিধি সন্দেহজনক হওয়ায়, কাজীপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করেন স্থানীয়রা। পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯টি এক হাজার টাকার জাল নোট জব্দ করে।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘জিজ্ঞাসাবাদে রুমান জানিয়েছেন, ডিঙ্গেদহ গ্রামের খাইরুল নামের একজন গাঁজা কেনার জন্য এই টাকাগুলো দিয়েছিলেন। আগেও জাল টাকা দিয়ে খাইরুলকে গাঁজা কিনে দিয়েছিলেন রুমান।
‘রুমানকে মাদক আইনে গ্রেফতার দেখানো হয়েছে। খাইরুল নামের ওই ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করা হবে।’ বৃহস্পতিবার দুপুরে রুমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।