বেটা ভার্সন

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

ইবাদাতের বিধ্বংস বোলিংয়ে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে ধ্বস

আরও পড়ুন

বে ওভালে টাইগার পেসার ইবাদত হোসেনের টেস্টে ক্যারিয়ার সেরা বোলিংয়ে হঠাৎই ধ্বস নেমেছে নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপে।

পরপর দুই ওভারে তিন উইকেট তুলে নিয়েছেন এই পেসার। ইবাদতের ক্যারিয়ার সেরা ৩৭ রান খরচে ৪ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান। ৩৩ রান নিয়ে ব্যাটিং করছেন টেলর তার সঙ্গী হিসেবে অপর প্রান্তে আছেন রাভিন্দ্রা।

মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অল আউট করে দেয়ার পর, চতূর্থ দিনে ৪৫৮ রান করে থেমেছে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ১৩০ রানের লিড পায় টাইগাররা। এরপর নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই ফিরতে পারতেন কিউই অধিনায়ক টম লাথাম। তাসকিনের আহমেদের বল বাঁহাতি এই ব্যাটারের প্যাডে লাগলেও আউট দেননি আম্পায়ার। রিভিউয়ে দেখা যায় বলটি স্টাম্প মিস করায় বেঁচে যান কিউই অধিনায়ক।

এরপর শরিফুলের শর্ট অব লেংথের বল ইনসাইড এজ হয়ে গালি এবং সেকেন্ড স্লিপের মাঝ দিয়ে চলে যাওয়ায় আরও একবার বেঁচে যান লাথাম। ১২০ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে যায় নিউজিল্যান্ড। বিরতি থেকে ফিরেই কিউই ওপেনার টম লাথামকে বোল্ড করে ফেরান তাসকিন। তারা দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায়। ডেভন কনওয়েকে নিয়ে বেশ ভালোই সামাল দিচ্ছিলেন ইয়ং। যদিও চা পানের বিরতির আগে এবাদত হোসেনের বলে ব্যক্তিগত ১৩ রানে ফিরতে হয়েছে কনওয়েকে। এবাদতের ইনসাইড এজ হওয়া বল গালিতে ডাইভিং ক্যাচে মুঠোবন্দি করেছেন সাদমান ইসলাম।

তারপর ইয়ং এবং টেলরের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই লিডের ছোঁয়া পায় নিউজিল্যান্ড। হাফ সেঞ্চুরি তুলে নেন ইয়ং। ইয়ং-টেলরের ৭৩ রানের জুটি ভাঙেন এবাদত। ৬৯ রান করা ইয়ংকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন তিনি। একই ওভারে হেনরি নিকোলসকেও (০) বোল্ড করেন এবাদত। তিন বলের ব্যবধানে দুই ব্যাটারকে বোল্ড করে কিউইদের চেপে ধরেন তিনি। এরপর বান্ডেলকেও শূণ্য রানে লেগ বিফরের ফাঁদে ফেলেন ইবাদত। তুলে নেন নিজের চতূর্থ উইকেট।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ