বেটা ভার্সন

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

ঝালকাঠিতে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা

আরও পড়ুন

ঝালকাঠির কাঠালিয়ার তারাবুনিয়ায় গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত স্কুল শিক্ষক মো: সুজন ঘরামীর মৃত্যু হয়েছে। হামলায় আহত তার বাবা ও ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মো: সুজন ঘরামী (৩২), উপজেলার পাটিখালঘটা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের আ: মালেক ঘরামীর ছেলে। তিন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সুজনের ছোট ভাই মিরাজ জানান, গতকাল সোমবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে জাকির মৃধা, আলমগীর মৃধা ও শাহ আলম মৃধাসহ তাদের দলবল তাদের বাবা মো: মালেক ঘরামীর উপর হামলা চালায়। হামলার খবর পেয়ে বাবাকে বাঁচাতে স্কুল শিক্ষক ছেলে সুজন ঘরামী ও শাহিন ঘরামী এগিয়ে আসেন। তাদের হামলায় সুজন, শাহীন ও পিতা আ: মালেক ঘরামী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আমুয়া হাসপাতালে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ সুজন ঘরামীর মৃত্যু হয়। অন্য ভাই শাহিন গুরতর অবস্থায় হাসপাতাল শয্যায় রয়েছেন। কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ