বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

রাশিয়ায় ব্যবসা বন্ধ করলো কোকাকোলা, পেপসি, ম্যাকডোনাল্ডস ও স্টারবাকস

আরও পড়ুন

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে বিশ্বখ্যাত রাশিয়ায় অবস্থিত মার্কিন ফাস্টফুড প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস ও জনপ্রিয় চেইন কফিহাউস স্টারবাকস তাদের রেস্টুরেন্ট, ক্যাফে বন্ধ করার ঘোষণা দিয়েছে।

একই কাজ করেছে দুই বিশ্বখ্যাত পানীয় কোম্পানী কোকাকোলা ও পেপসি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ওপর পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞার কারণে দেশটিতে ব্যবসা গুটিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্বের নামিদামি সব প্রতিষ্ঠান। যে তালিকায় সবশেষ যোগ হলো বিশ্বব্যাপী জনপ্রিয় খাবার প্রস্তুত ও পানীয় কোম্পানিগুলো।

মঙ্গলবার (৮ মার্চ) এক বিবৃতিতে ম্যাকডোনাল্ডসের সিইও ক্রিস কেম্পজিনকি জানান, সাময়িকভাবে রাশিয়ায় আমাদের সব রেস্টুরেন্ট বন্ধ রাখায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সব ধরনের কার্যক্রমও বন্ধ থাকবে।

এক বার্তায় স্টারবাকসের সিইও কেভিন জনসন জানিয়েছেন, রাশিয়ায় আমরা আমাদের সব ধরনের কার্যক্রম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।

কোকাকোলা বলেছে, ‘ইউক্রেনে এই মর্মান্তিক ঘটনার অযৌক্তিক প্রভাব যেসব মানুষ সহ্য করছেন, তাদের পাশে আছি আমরা।’

একই ঘোষণা দিয়ে পেপসিকো জানায়, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিয়েছে তারা। তবে শিশুখাদ্য উৎপাদন স্বাভাবিক থাকবে।

ইউক্রেনে হামলা শুরুর পর সম্প্রতি অ্যাপল, জারা, এইচঅ্যান্ডএমসহ বৈশ্বিক নামিদামি কোম্পানিগুলো রাশিয়ায় তাদের পণ্য বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ