বেটা ভার্সন

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সাড়ে তিন বছর পর ঘরের মাঠে টেস্ট জিতল পাকিস্তান

প্রথম ইনিংসে সাজিদ খান নিয়েছিলেন ৭ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট শিকার করলেন আরেক স্পিনার নোমান আলি।

আরও পড়ুন

ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে সাড়ে তিন বছর পর ঘরের মাঠে টেস্ট জিতল পাকিস্তান। জয়ের সম্ভাবনা নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করা পাকিন্তান চতুর্থ দিনে ইংল্যান্ডকে অলআউট করে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে। এ জয়ে অধিনায়ক হিসেবে টানা ছয় ম্যাচ হারের পর জয়ের দেখা পেল শান মাসুদ।

পাকিস্তানের জয়ের নায়ক তাদের দুই স্পিনার।

দুইজন মিলেই নিয়েছেন ইংলিশদের সবকটি উইকেট। প্রথম ইনিংসে সাজিদ খান নিয়েছিলেন ৭ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট শিকার করলেন আরেক স্পিনার নোমান আলি।
চতুর্থ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ২৬১ রান, পাকিস্তানের ৮ উইকেট। আজ দিনের দ্বিতীয় ওভারেই ওলি পোপকে ফিরিয়ে সেই জয়ের পথে এগিয়ে দেওয়ার কাজটি শুরু করেন সাজিদ খান।

এরপর বাকি কাজটা একা নোমানেরই। ৮ উইকেটের সাতটিই নিয়েছেন নোমান।
পাকিস্তান নিজেদের মাটিতে সর্বশেষ টেস্ট জিতেছিল ২০২১ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর টানা ১১ টেস্টে জয় দেখেননি তারা।

এবার উংল্যান্ডকে হারিয়ে অবেশেষে জয়ের দেখা পেল।

সংবাদ বিভাগ
- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ নিবন্ধ